প্রথম পাতা খবর দিল্লির স্টেশনে গণধর্ষণের শিকার যুবতী! গ্রেপ্তার চার রেলকর্মী

দিল্লির স্টেশনে গণধর্ষণের শিকার যুবতী! গ্রেপ্তার চার রেলকর্মী

324 views
A+A-
Reset

রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। শুক্রবার নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের একটি ঘরে বছর ৩০-এর এক মহিলাকে গণ ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চার রেল কর্মচারীকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নয়াদিল্লি রেলওয়ে স্টেশন চত্ত্বরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির এক রেল স্টেশনের ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের স্টাফ রুমে দুই রেলকর্মীর যৌন লালসার শিকার হন ৩০ বছরের যুবতী। মোট চারজনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। যেখানে দু’জনের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ এবং বাকি দু’জন ওই ঘরের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। মহিলার অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে চার রেলকর্মীকে।

রেলের ডিসিপি হরেন্দ্র সিং জানান, অভিযুক্তরা হলেন সতীশ কুমার (৩৫), বিনোদ কুমার (৩৮), মঙ্গল চাঁদ মীনা (৩৩) এবং জগদীশ চাঁদ (৩৭)। প্রত্যেকেই রেলের ইলেকট্রিক বিভাগের কর্মী। এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারপর তোলা হয় দিল্লির এক আদালতে। তাঁদের ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

‘নেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি’, গ্রেফতার হওয়ার পর থেকে প্রথমবার মুখ খুললেন পার্থ

টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়

আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলল, শারীরিক সংযোগের দ্বারা সংক্রমণ

প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালনের ডাক দিলেন প্রধানমন্ত্রী

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.