প্রথম পাতা খবর লোকাল ট্রেন চালুর দাবি, সোনারপুর স্টেশনে অবরোধ নিত্যযাত্রীদের

লোকাল ট্রেন চালুর দাবি, সোনারপুর স্টেশনে অবরোধ নিত্যযাত্রীদের

291 views
A+A-
Reset

ডেস্ক: করোনাকালে সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। স্পেশাল ট্রেন বাড়ানো হলেও তাতে পরিচয় পত্র দেখে চাপতে দেওয়া হচ্ছে। ফলে সমস্যা বাড়ছে নিত্যযাত্রীদের। প্রতিবাদে সোনারপুর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখালেন যাত্রীরা।  এদিকে অবিলম্বে ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ দেখালেন নিত্য যাত্রীরা। বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল সোনারপুর স্টেশন । সকালে স্টেশনে স্টাফ স্পেশ্যাল ট্রেন পৌঁছতেই, তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা


এখন কার্যত লকডাউনে কিছুটা হলেও ছাড় দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করার কথা বলা হয়েছে। ধীরে ধীরে খুলছে দোকানপাট, ছোট কাজকর্মগুলিও সক্রিয় হচ্ছে। কিন্তু বন্ধ ট্রেন-বাস! বেকায়দায় নিম্ন মধ্যবিত্ত সাধারণ যাত্রীরা। প্রতিবাদে তাই লোকাল ট্রেন চালুর দাবিতে সোনারপুর স্টেশনে অবরোধ করেন তাঁরা। যার জেলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যহত হয়েছে। ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে অবরোধ।

আরও পড়ুন : জগদীপ ধনকড়ের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে নালিশ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

যাত্রীদের দাবি, শিয়ালদা দক্ষিণ শাখার প্রত্যেক ট্রেন যাতে চালানো হয়। এটা তাঁদের রুজিরুটির প্রশ্ন। তাঁরা কাজে যেতে পারছেন না, তাঁদের কলকাতা যাওয়ার জন্য ভরসা ট্রেনই। বিক্ষোভ সামলাতে পৌঁছন রেল পুলিশের আধিকারিকরা। যাত্রীদের সঙ্গে দফায় দফায় কথা বলেন তাঁরা। পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন। পাল্টা নিজেদের অবস্থা তুলে ধরেন যাত্রীরাও। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.