প্রথম পাতা খবর পৃথক রাজ্যের দাবিতে ‘রেল রোকো’ কর্মসূচি কেপিপি-র, চরম দুর্ভোগে যাত্রীরা

পৃথক রাজ্যের দাবিতে ‘রেল রোকো’ কর্মসূচি কেপিপি-র, চরম দুর্ভোগে যাত্রীরা

361 views
A+A-
Reset

ময়নাগুড়ি: পৃথক রাজ্যের দাবি। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (কেপিপি) যৌথমঞ্চের ডাকে চলছে রেল রোকো। মঙ্গলবার বিপর্যস্ত পরিষেবা। ট্রেন চলাচলে বিঘ্নের কারণে প্রবল অসুবিধায় পড়লেন যাত্রীরা।

কোচবিহার, জলপাইগুড়ি ও মালদায় রেল রোকো কর্মসূচি নিয়েছে কেপিপি। ময়নাগুড়ি স্টেশনে দাঁড়িয়ে পড়ে শিয়ালদহগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দাঁড়িয়ে পড়ে মালগাড়িও। চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকে ট্রেন থেকে শিশুদের নিয়ে নেমে বাস ধরে চলে যেতে বাধ্য হচ্ছেন। উত্তরবঙ্গের একাধিক স্টেশনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ির ময়নাগুড়ি স্টেশনে ‘রেল রোকো’ কর্মসূচি নিয়ে সকাল থেকেই ভিড় জমিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে দাঁড়িয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রেল লাইনে বসে পড়েন আন্দোলনকারীরা । ময়নাগুড়িতে অবরোধে আটকে পড়ায় বহু ট্রেন আসতে পারছে না। যার ফলে হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা।

জানা গিয়েছে, নিউ ময়নাগুড়ি স্টেশনে সকাল ৬টা থেকে দাঁড়িয়ে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়িয়ে আপ ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ধূপগুড়িতে থমকে যায় ডাউন অবধ-অসম এক্সপ্রেস।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.