প্রথম পাতা খবর সুরাটের প্যাকেজিং কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ২

সুরাটের প্যাকেজিং কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ২

310 views
A+A-
Reset

ডেস্ক: সুরাটের কাদোদারায় একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন। সোমবার সকাল ৯টা নাগাদ সুরাটের একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দমকলকে খবর দেওয়া হয়। পুলিশ জানায়, আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে ১০টি দমকলের ইঞ্জিনের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। ১২৫ জনকে উদ্ধার করেছে দমকল বাহিনী।

আরও পড়ুন: উৎসবের মরশুমে কড়া বিধিনিষেধের মিলেছে সুফল, ২৩০ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ


প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরতে দেখেই দমকলে খবর পাঠানো হয়। কারখানার মধ্যে তখনও কাজ করছেন শতাধিক শ্রমিক। প্রাণে বাঁচার জন্য তাঁদের তখন কাতর আকুতি। ভিতর থেকে ভেসে আসা সেই আর্তনাদ শুনতে পান আশেপাশের মানুষ। তাঁরা দ্রুত দমকলের কাছে সাহায্য চান। খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন সেখানে উপস্থিত হয়। আগুন নেভানোর পাশাপাশি কারখানার ভিতর থেকে কর্মীদের নিরাপদে উদ্ধার করে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা। শেষমেশ একে একে ১২৫ জনকে বাইরে বের করে আনা হয়। তবে ২ জনকে আর প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। আগুনে ঝলসে তাঁদের মৃত্যু হয়েছে। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.