প্রথম পাতা খবর দেউচা পাঁচামির জমিদাতাদের নিয়োগপত্র তুলে দিলেন ফিরহাদ হাকিম

দেউচা পাঁচামির জমিদাতাদের নিয়োগপত্র তুলে দিলেন ফিরহাদ হাকিম

288 views
A+A-
Reset

সিউড়ি: দেউচা পাঁচামির প্রস্তাবিত কয়লাখনি প্রকল্পে জমিদাতাদের মধ্যে নির্দিষ্ট ব্যক্তিদের প্রতিশ্রুতি মতো গ্রুপ ডি-র চাকরির জন্য নিয়োগপত্র তুলে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

শনিবার সিউড়িতে গিয়ে জমিদাতাদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন ফিরহাদ। এর মধ্যে ২৩৮ জনকে গ্রুপ ডি পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫৪ জন নাবালককে মাসিক ভাতা দেওয়া হয়েছে। অর্থাৎ, যে সমস্ত জমিদাতাদের পরিবারের কোনো সদস্য প্রাপ্ত বয়স্ক হয়নি, তাদের প্রতিমাসে ১০ হাজার টাকার আর্থিক সাহায্য করা হচ্ছে। প্রত্যাশামতো আর্থিক সাহায্য ও চাকরি পেয়ে স্বভাবতই খুশি জমিদাতারা।

এ দিনের অনুষ্ঠান মঞ্চে ফিরহাদ হাকিমের পাশাপাশি ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, প্রকল্পে পুনর্বাসনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করেছিলেন। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী পুনর্বাসন প্যাকেজে আরও সংস্কার করেন মুখ্যমন্ত্রী। জমিদাতাদের যাবতীয় লাভ এবং তাঁদের যাতে কোনো ভাবেই আর্থিক কোনো ক্ষতি সম্মুখীন হতে না হয় সেই বিষয়টিকেই প্রাথমিকতা দেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফেও জানানো হয়েছিল।

আরও পড়ুন: চোখের অস্ত্রোপচার সেরে কালীপুজোর আগে আমেরিকা থেকে বাড়ি ফিরছেন অভিষেক

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.