এসআইআর শুনানিতে হাজিরা দিলেন তারকা সাংসদ দেব। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে পৌঁছন তিনি। নির্দিষ্ট সময়েই উপস্থিত হয়ে কমিশনের চাওয়া সমস্ত নথি পেশ করেন দেব। তাঁকে এক নজর দেখতে স্কুল চত্বরে ভিড় জমলেও, গাড়ি থেকে নেমে তিনি সোজা ভিতরে চলে যান।
শুনানি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন, দায়িত্ববান নাগরিক হিসেবে নিজের কর্তব্য পালন করেছেন তিনি। তবে তাঁর কাছে বহু ফোন এসেছে—যেখানে জানানো হয়েছে, সামান্য নথিগত গরমিলেও ডেকে নেওয়া হচ্ছে ভোটারদের, দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বৃদ্ধ ও অসুস্থদের। এই পরিস্থিতিতে কমিশনের কাছে মানবিক হওয়ার আর্জি জানান সাংসদ। তাঁর প্রস্তাব, যাঁরা প্রবীণ বা শারীরিকভাবে অসুস্থ, তাঁদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে নথি সংগ্রহের ব্যবস্থা করা যেতে পারে।
রাজ্যে এসআইআর শুনানির তালিকায় দেব ছাড়াও জয় গোস্বামী, মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লার মতো বহু বিশিষ্ট ব্যক্তির নাম রয়েছে। দেবের কথায়, নির্বাচন মানুষের কাছে উৎসব—তাই কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। শুনানি শেষে এসআইআরের কাজে যুক্ত সকলকে কুর্নিশ জানান তিনি এবং তাঁদের সঙ্গে ছবিও তোলেন।