প্রথম পাতা খবর ফের মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবীশ?

ফের মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবীশ?

305 views
A+A-
Reset

উদ্ধব ঠাকরের পদত্যাগের পর রাজ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার গঠন প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ফড়নবীশও সরকার গঠনের প্রস্তাব নিয়ে কোশিয়ারির কাছে যেতে প্রস্তুত বলে জানা গিয়েছে। উপ মুখ্যমন্ত্রী করা হতে পারে একনাথ শিন্ডেকে। সব ঠিক থাকলে ১ জুলাই শপথ নিতে পারেন তাঁরা।

ফড়নবীশের পরিশ্রম, সাধনার ফলস্বরূপই মহারাষ্ট্রে বিজেপি ফের ক্ষমতায় ফিরতে চলেছে বলে জানান দলের নেতারা। হোটেলে সকলে মিলে তাঁর নামে ধ্বনি দিতে শুরু করেন। একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার বিক্ষুব্ধ নেতাদের সমর্থনে মহারাষ্ট্রে সরকার গড়তে ফড়নবীশ লাগাতার দিল্লির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে জানা গিয়েছে। এর আগে, গত সপ্তাহে গুজরাতে অমিত শাহের সঙ্গে তিনি একান্তে শিন্ডের সঙ্গে বৈঠক করেন বলেও জানা যায়।

বিজেপির সরকার গঠন এখন সময়ের অপেক্ষা মাত্র। এই আবহে শীঘ্রই পুরো চিত্রটি সাফ করে দিতে পারেন দেবেন্দ্র ফড়ণবীস। দেবেন্দ্র ফড়নবীশ মুম্বাইয়ের তাজ হোটেলে মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিল এবং দলের অন্যান্য নেতাদের সঙ্গে একটি দলীয় বৈঠক করেছেন।

এদিকে পরবর্তী মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত উদ্ধব ঠাকরেকেই ‘কেয়ারটেকার’ মুখ্যমন্ত্রী থাকার ‘অনুরোধ’ করলেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। এদিকে সরকার হারিয়ে উদ্ধবের লড়াই এখন দল বাঁচানোর।

আরও পড়ুন :

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে

বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট, স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম করতে শিবসেনা

৮ ৬ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না শ্রমিকরা, আমি দিল্লি যাব, মমতা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.