পুরী জগন্নাথ মন্দিরের ভিতরে কমপক্ষে ৩০ জন ভক্ত অসুস্থ হয়ে পড়লেন। শুক্রবার এই ঘটনার সঙ্গে সঙ্গেই অসুস্থদের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (এসজেটিএ) প্রধান প্রশাসক রঞ্জন কুমার দাস বলেছেন, দিনের প্রথম প্রহরে ঘটে যাওয়া এই ঘটনার এক মাত্র কারণ ভক্তদের প্রচণ্ড ভিড়। প্রতি বছরই কার্তিক মাসে বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় করেন পুরীর জগন্নাথ মন্দিরে। এবছরও ব্যতিক্রম নয়। প্রচুর সংখ্যক ভক্ত দ্বাদশ শতকের এই মন্দিরে ভগবান জগন্নাথকে প্রণাম জানাতে এসেছেন।
মন্দিরের প্রধান প্রশাসক জানিয়েছেন, যাঁরা অসুস্থ হয়েছেন তাঁদের মধ্যে বেশিরভাগই বয়স্ক। মন্দিরে জগন্নাথদেবের দর্শনের সময় কোনও সমস্যা হবে না আমরা তা নিশ্চিত করছি। প্রাথমিকভাবে অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করে মন্দির কর্তৃপক্ষ। পরে তাঁদের ভর্তি করা হয় পুরী হাসপাতালে। জগন্নাথ মন্দিরের পুলিশ অসুস্থদের সাহায্য করেছে। যাঁরা অসুস্থ হয়েছেন তাঁদের মধ্যে বেশিরভাগ পুণ্যার্থীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
পুরীর পুলিশ সুপার কেভি সিং বলেছেন, “মন্দিরে ভিড় ছিল তবে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেনি। ভিড় নিয়ন্ত্রণে পুলিশের মোট ৪৫০ জন কর্মী মোতায়েন করা হয়েছিল। ভক্তদের ভিড়ের কথা মাথায় রেখে পুলিশকর্মীর সংখ্যা বাড়ানো হবে।”
এক ভক্ত জানান, যাঁরা দেবদেবীর দর্শনে যান তাঁদের সকালের ‘মঙ্গলারতি’র পর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়। দ্বার খুলতেই তাঁদের মধ্যে অনেকেই বিগ্রহের দিকে ছুটতে থাকে এবং তাদের মধ্যে কেউ কেউ পড়ে যায়। কয়েক জন অজ্ঞান হয়ে পড়ে।