প্রথম পাতা খবর উত্তরাখণ্ডে ধসের পরে সোনপ্রয়াগে উদ্ধার কেদারনাথের ৪০ তীর্থযাত্রী, বন্ধ বদ্রীনাথ হাইওয়ে

উত্তরাখণ্ডে ধসের পরে সোনপ্রয়াগে উদ্ধার কেদারনাথের ৪০ তীর্থযাত্রী, বন্ধ বদ্রীনাথ হাইওয়ে

317 views
A+A-
Reset

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ধসের ফলে কেদারনাথ থেকে ফেরার পথে সোনপ্রয়াগের কাছে ধসের জায়গায় আটকে পড়া প্রায় ৪০ জন তীর্থযাত্রীকে রাতারাতি উদ্ধার করল রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। সোমবার রাত ১০টা নাগাদ আচমকা ধস নামায় ওই যাত্রীরা আটকে পড়েন।

সোনপ্রয়াগ হলকেদারনাথ যাত্রার এক গুরুত্বপূর্ণ স্থান, সেখানেই ঘটে এই ঘটনা। এসডিআরএফ-এর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতেই উদ্ধারকাজ শুরু করে এবং ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেই তীর্থযাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়। এসডিআরএফ ভিডিও-র মাধ্যমে এই উদ্ধার অভিযানের ছবিও প্রকাশ করেছে।

অন্যদিকে, প্রবল বৃষ্টিপাতের জেরে উত্তরাখণ্ডজুড়ে বিভিন্ন জেলায় ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। চামোলি পুলিশ জানিয়েছে, উমট্টায় বদ্রীনাথ হাইওয়ের বদরীশ হোটেলের কাছে নতুন ধসের কারণে রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

যমুনোত্রী ন্যাশনাল হাইওয়েতেও রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। সিলাইব্যান্ড ও ওঝরির মাঝে রাস্তার বড় অংশ ভেঙে গেছে। উত্তরকাশী পুলিশ জানিয়েছে, “যমুনোত্রী হাইওয়ে দুটি স্থানে বন্ধ রয়েছে… রাস্তা পুনরুদ্ধারে সময় লাগবে।”

এসডিআরএফ, এনডিআরএফ পুলিশ ও বন দফতরের কর্মীরা মিলে তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অস্থায়ী পথ দেখিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।

এর পাশাপাশি একাধিক এলাকায় বিদ্যুৎ ও জল পরিষেবাও ব্যাহত হয়েছে। আগরাখাল, চাম্বা, জখিন্দর এবং দুঘামন্দর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, চাম্বা ব্লকের কিছু অংশে জলের জোগানও বন্ধ।

রবিবার বারকোটের কাছে মেঘভাঙা বৃষ্টিতে ধস নামায় ২৪ ঘণ্টার জন্য স্থগিত হওয়া চারধাম যাত্রা সোমবার ফের শুরু হয়। ওই ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয় ও সাতজন নিখোঁজ ছিলেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.