কলকাতা: বিমানযাত্রা এখন আরও সহজ ও ঝঞ্জাটবিহীন! মুখ দেখিয়েই উঠে পড়া যাবে বিমানে। এর পর মোবাইলে চলে আসবে বোর্ডিং পাস। এ বার ‘ডিজি যাত্রা’ বা ডিজিটাল যাত্রা চালু হয়ে গেল কলকাতা বিমানবন্দরে।
শুক্রবার স্বয়ংক্রিয় এই অত্যাধুনিক ব্যবস্থার উদ্বোধন করেন বিমানবন্দরের অধিকর্তা সি পট্টাভি। তিনি বলেন, “যাত্রীদের পরিষেবা ঝক্কিবিহীন করতে এই উদ্যোগ। পেপারলেস ট্রাভেল, আরও নিরাপত্তা এবং বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নতির জন্য কাজ করবে ডিজি যাত্রা।”
এতদিন টিকিট বুকিং করার পর, বিমানবন্দরে গিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করতে হয়। অথবা বাড়ি থেকেও অনলাইনের মাধ্যমে বোর্ডিং পাস সংগ্রহ করতে হয়। তারপর বিমানবন্দরে চলে চেকিং পর্ব। সেখান থেকে ফের বোর্ডিং পাস স্ক্যান করে উঠতে হয় নির্দিষ্ট বিমানে। কিন্তু এবার তাতে পরিবর্তন এল।
‘ডিজি যাত্রা’র সাহায্যে ম্যানুয়াল টিকিট বা টিকিটের হার্ড কপি, পরিচয়পত্র ছাড়াই ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে যাত্রীরা সহজেই টার্মিনালে প্রবেশ, এমনকী বোর্ডিংও করতে পারবেন। এ ক্ষেত্রে যাত্রীদের মুখই তাঁদের পরিচয়জ্ঞাপক নথি হিসেবে কাজ করবে। এর মধ্যেই সংশ্লিষ্ট যাত্রীদের পরিচয় প্রমাণ, ভ্যাকসিন শংসাপত্র এবং বোর্ডিং পাস সবই থাকবে।
অর্থাৎ, কলকাতা বিমানবন্দরে এখন থেকে যাত্রীদের জন্য একাধিক পয়েন্টে টিকিট এবং আইডি যাচাইকরণের প্রয়োজনীয়তা নেই। এর ফলে সময় তো বাঁচবেই, হাজারও ঝামেলা থেকেও মিলবে মুক্তি।