প্রথম পাতা খবর আলিপুরে শঙ্খ আকৃতির ‘ধনধান্য’ অডিটোরিয়াম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়

আলিপুরে শঙ্খ আকৃতির ‘ধনধান্য’ অডিটোরিয়াম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়

284 views
A+A-
Reset

কলকাতা: বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়াম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। আলিপুরে শঙ্খের আদলে তৈরি হয়েছে এই অডিটোরিয়াম।

নববর্ষের প্রাক্কালে চোখ ধাঁধানো অডিটোরিয়াম উপহার পেল শহরবাসী। শহরের বুকে এক বিশাল শঙ্খ। ২৪০০ আসনের বিশ্বমানের এই অডিটোরিয়ামটি তৈরি করা হয়েছে শঙ্খের আদলে। সঙ্গে ৫৪০টি আসনের আরও একটি সভাগৃহও। এ ছাড়াও রয়েছে স্ট্রিট থিয়েটার। যেখানে একসঙ্গে ৩০০ দর্শক বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আলাদা অনুষ্ঠানের জন্য থাকবে পৃথক বিভাগ। ব্যাঙ্কোয়েট হল থেকে ফুড পার্ক- সবই রয়েছে এই ইন্ডোর স্টেডিয়ামে। এর নীচে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। পৃথকভাবে ২৫০টি গাড়ি একসঙ্গে রাখা যাবে। সব ধরনের অত্যাধুনিক পরিষেবার বন্দোবস্ত রয়েছে অতিথিদের জন্য।

সবমিলিয়ে স্টেডিয়ামটি যে ভাবে তৈরি করা হয়েছে, তা স্থাপত্যের এক অনন্য নিদর্শন। বাইরে থেকে দেখতে এক বিশাল শঙ্খের মতো এই অত্যাধুনিক ইনডোর স্টেডিয়াম। এই অডিটোরিয়াম দিনের আলোয় তুষার-শুভ্র শঙ্খ। রাতে অজস্র আলোর ছটায় চোখ ধাঁধানো মোহময়ী রূপ।

আলিপুরে সৌজন্যের উল্টো দিকের রাস্তায় একটু এগিয়ে গিয়েই দেখা যাবে এই সুন্দরভাবে সাজানো অডিটোরিয়াম। অডিটোরিয়ামের উদ্বোধন করে মমতা জানিয়েছেন, ধনধান্য অঢিটোরিয়ামের দৈর্ঘ্য ৫১০ ফুট এবং চওড়া ২১০ ফুট। ৪৪০ কোটি টাকা খরচ করে এই থ্রি টায়ার ইন্ডোর স্টেডিয়াম তৈরি করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.