প্রথম পাতা খবর ধূপগুড়িতে উপনির্বাচন, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ

ধূপগুড়িতে উপনির্বাচন, কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ

451 views
A+A-
Reset

সোমবার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচনের ভোটগ্রহণ। দু’টি ব্লক এবং একটি পুরসভায় ২৬০টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ২,৬৯,৪১৬ জন ভোটদাতা রায়দান করছেন।

গত ২৬ জুলাই প্রয়াত হন ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। বিধায়কের মৃত্যুতে খালি হওয়ায় জলপাইগুড়ি জেলার এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে আজ ( ৫ সেপ্টেম্বর)। ভোট গণনা ৮ সেপ্টেম্বর। উপনির্বাচনে মোট প্রার্থী সংখ্যা সাত ৷ এর মধ্যে পুরুষ পাঁচজন ও মহিলা দু’জন । তবে মূল লড়াই হচ্ছে বিজেপি ও তৃণমূলের মধ্যে ৷

গড় রক্ষার লড়াইয়ে ধূপগুড়িতে বিজেপি প্রার্থী করেছে তাপস রায়-কে। সেখানে তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। কংগ্রেসের সমর্থনে ধূপগুড়িতে বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। বছর ঘুরলেই লোকসসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফলাফলও যথেষ্ট ইঙ্গিতবাহী।

এ দিন সকাল ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটের কাজে মোট ১,০২৪ জন ভোটকর্মী নিযুক্ত থাকছেন বলে জানিয়েছেন জেলাশাসক মৌমিতা গোদারা। এ ছাড়া অতিরিক্ত কর্মী মিলিয়ে মোট সংখ্যাটা প্রায় ১,২০০। ২০৫টি জায়গায় ভোটগ্রহণ কেন্দ্রগুলি রয়েছে। সেখানে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এ ছাড়া রয়েছেন রাজ্য পুলিশের কর্মীরাও। কিছু জায়গায় ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ আছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.