প্রথম পাতা খবর আজ ধূপগুড়ি উপনির্বাচনের ফলঘোষণা

আজ ধূপগুড়ি উপনির্বাচনের ফলঘোষণা

259 views
A+A-
Reset

৫ সেপ্টেম্বর হয়েছিল ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। কার দখলে যাবে ধূপগুড়ি বিধানসভার রাশ? জানা যাবে আজ (৮ সেপ্টেম্বর)।

পাহাড় লাগোয়া এই কেন্দ্রে লড়াই এ বার ত্রিমুখী। লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। ২০২১ বিধানসভা নির্বাচনে এ আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়।

ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। এর আগে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছিল ৮৮ শতাংশ। আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৭ শতাংশ। এবারের উপনির্বাচনে মোট ভোট পড়েছে ৭৮.১৯ শতাংশ।

গত বিধানসভা নির্বাচনে বিজেপি এই ধূপগুড়ি থেকে জিতেছিল ৪,৩৫৫ ভোটে। গেরুয়া শিবির পেয়েছিল মোট ৪৫.৬৫ শতাংশ ভোট। আর তৃণমূল পেয়েছিল ৪৩.৭৫ শতাংশ। সিপিএম পেয়েছিল মাত্র ৫.৭৩ শতাংশ ভোট। কিন্তু সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে সেই অঙ্ক আর এক নেই। জেলা পরিষদ স্তরে তৃণমূল পেয়েছে ৪৭.৬০ শতাংশ ভোট। সেখানে বিজেপি পেয়েছে ৩৯.২০ শতাংশ আর বাম-কংগ্রেস জোটের দখলে ১২.১০ শতাংশ ভোট।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.