ধূপগুড়ি: দু’টি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। সোমবার গভীর রাতে ভয়াবহ পথদুর্ঘটনা ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে। দুর্ঘটনার কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয় ধূপগুড়ি থেকে গয়েরকাটাগামী সড়কে।
জানা গিয়েছে, ধূপগুড়ি থেকে গয়েরকাটা দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। ঠিক উল্টোদিক থেকে আরেকটি পিকআপ ভ্যান আসছিল। কাঠালগুড়ি চা বাগান থেকে হাট সেরে ব্যবসায়ীদের নিয়ে ফিরছিল সেটি। ঠাকুরপাটের কাছে এসে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় বলে অভিযোগ। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতালে। ৮ জনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। দু’টি গাড়িই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধূপগুড়ি হাসপাতালেই বাকি ৬ জনের চিকিৎসা চলছে।