প্রথম পাতা খবর দিঘার হোটেলে এখনও ঝুলল না ভাড়ার তালিকা, আজ বৈঠকে প্রশাসন

দিঘার হোটেলে এখনও ঝুলল না ভাড়ার তালিকা, আজ বৈঠকে প্রশাসন

248 views
A+A-
Reset

দিঘার হোটেলগুলিতে এখনও টাঙানো হয়নি ঘরভাড়ার তালিকা। কয়েক দিন আগেই অভিযোগ উঠেছিল দিঘার কিছু হোটেলে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়ার। সেই কারণেই প্রশাসন নির্দেশ দেয়, প্রতিটি হোটেলের রিসেপশনে ঘরভাড়ার নির্দিষ্ট তালিকা টাঙাতে হবে। সেই তালিকা জমা দিতে হবে পঞ্চায়েত অফিসেও। নির্দেশ না মানলে হোটেলের লাইসেন্স বাতিলেরও সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

নির্দেশ কার্যকর করতে সাত দিনের সময়সীমা দেওয়া হলেও, এখনও কোনও হোটেলে তালিকা টাঙানো হয়নি। সোমবার এই পরিস্থিতি নিয়ে দিঘার চারটি হোটেল মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসবে প্রশাসন। উপস্থিত থাকার কথা রয়েছে জেলাশাসক পূর্ণেন্দু মাজিরও। হোটেল ভাড়া নিয়ন্ত্রণ, পরিষেবা ও শহরের পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

জেলাশাসক জানান, নির্দেশ না মানলে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। হোটেল মালিকদের সংগঠনও সদস্যদের নির্দেশ মানতে বলেছে। তবে অনেক হোটেল মালিক স্বীকার করেছেন, এখনও তালিকা টাঙানো হয়নি, কিন্তু শিগগির তা করা হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.