এবার দিঘার জগন্নাথধামেও পাওয়া যাবে ‘ধ্বজাসেবা’। এতদিন এই সুবিধা ছিল শুধুই পুরীর জগন্নাথধামে, এবার দিঘাতেও ভক্তদের জন্য খুলে দেওয়া হল সুযোগ। প্রতিদিন বিকেল ৪টে নাগাদ মন্দিরের চূড়োয় উঠে সেবায়েতরা ধ্বজা বাঁধেন। সেই প্রক্রিয়ায় এবার সরাসরি অংশগ্রহণ করতে পারবেন ইচ্ছুক পুণ্যার্থীরা।
ধ্বজাসেবায় অংশ নিতে আগে থেকে বুকিং করতে হবে। এর জন্য যোগাযোগের নম্বর— 7363083842
একই নম্বরে ফোন করে পাওয়া যাবে আট ধরনের মহাপ্রসাদও—
খিচুড়ি ভোগ, মিষ্টি মহাপ্রসাদ, প্যাঁড়া, লুচি-সবজি, মধ্যাহ্নভোজ, বিশেষ মধ্যাহ্নভোজ, সন্ধ্যার মহাপ্রসাদ ও সন্ধ্যার বিশেষ মহাপ্রসাদ।
- প্রাতঃরাশ ও মধ্যাহ্নভোজের জন্য আগের দিন বুকিং
- নইলে সকাল ১০টার মধ্যে বুক করতে হবে
- সন্ধ্যার প্রসাদের জন্য সকাল ১১টা–বিকেল ৫টার মধ্যে বুকিং সময়
মূল্য ₹৫০ থেকে ₹১৫০।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার জগন্নাথধাম উদ্বোধন করেন। মাত্র আট মাসে দর্শনার্থীর সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি। প্রশাসনের দাবি, ‘ধ্বজাসেবা’ চালু হলে ভক্তসংখ্যা আরও বৃদ্ধি পাবে।