প্রথম পাতা খবর অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের, নিরাপত্তায় জোর প্রশাসনের

অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের, নিরাপত্তায় জোর প্রশাসনের

182 views
A+A-
Reset

আগামী অক্ষয় তৃতীয়ার দিনে (৩০ এপ্রিল, ২০২৫) দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এই উপলক্ষে দিঘায় ব্যাপক ভিড়ের সম্ভাবনা থাকায় প্রশাসন একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পুণ্যার্থীদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য জেলা প্রশাসন, পুলিশ এবং মন্দির নির্মাণকারী সংস্থা হিডকো এখন থেকেই যৌথ ভাবে কাজ করার পরিকল্পনা নিয়েছে।

যানজট এড়াতে দিঘামুখী রাস্তায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা করা হবে। পাশাপাশি, মন্দিরের আশপাশে উন্নত পার্কিং ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দিঘায় নতুন দুটি স্নানের ঘাট নির্মাণ করা হচ্ছে, যার অগ্রগতি খতিয়ে দেখেছেন প্রশাসনিক আধিকারিকরা।

জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, ‘‘জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন বিশাল জনসমাগম হবে। তাই পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্দির চত্বরে ১৫টি সিসিটিভি ইতিমধ্যেই বসানো হয়েছে। নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আরও ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে।’’

মন্দির উদ্বোধন ঘিরে দিঘার হোটেলগুলিতে আগাম বুকিংয়ের চাপ বাড়ছে। দোল ও পয়লা বৈশাখের ছুটির সঙ্গে জগন্নাথ মন্দির উদ্বোধন যোগ হওয়ায় পর্যটকদের ভিড় বেড়েছে। দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় বলেন, ‘‘পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে প্রশাসনের নির্দেশ মেনেই হোটেল বুকিং নেওয়া হচ্ছে।’’

উদ্বোধনের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কড়া নজরদারি চালাবে প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত পরিবহন ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.