প্রথম পাতা খবর ২১ জুলাই কি ‘চমক’ দিতে চলেছেন দিলীপ ঘোষ, দলবদলের জল্পনা কতটা সত্যি?

২১ জুলাই কি ‘চমক’ দিতে চলেছেন দিলীপ ঘোষ, দলবদলের জল্পনা কতটা সত্যি?

152 views
A+A-
Reset

২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেস যখন ধর্মতলায় বড় সমাবেশের আয়োজন করছে, ঠিক সেই দিনই খড়্গপুরে বিকল্প কর্মসূচি নিচ্ছে বিজেপি। দিল্লি থেকে ফিরে শনিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এই পরিকল্পনার কথা জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, “২১ তারিখ খড়্গপুরে একটি বড় সভা করার কথা রয়েছে। বাংলায় রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের শ্রদ্ধা জানিয়ে সেই সভা আয়োজন করা হচ্ছে। আমি সেখানেই থাকব।” তাঁর এই মন্তব্যে দলবদলের জল্পনায় কার্যত ইতি পড়ল।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় অনুপস্থিতি ও দিল্লি সফর নিয়ে দিলীপ ঘোষকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর ‘বেফাঁস’ মন্তব্য নিয়ন্ত্রণে বার্তা দিতে পারেন— এমন আশঙ্কাও করা হচ্ছিল।

এই বিষয়ে দিলীপ বলেন, “দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি ভালোভাবে কাজ করার বার্তা দিয়েছেন। যখন সর্বভারতীয় সভাপতি ডেকে পাঠান, তখন সেটা স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ।”

প্রধানমন্ত্রীর সভায় না যাওয়ার কারণও স্পষ্ট করে দিলীপ জানান, “মনে হচ্ছিল, আমি গেলে কোথায় আমাকে রাখা হবে তা নিয়ে নিশ্চয়তা নেই। তাই শেষমেশ নিজেই ঠিক করেছিলাম যাব না। পরে সর্বভারতীয় সভাপতির ডাকে দিল্লি গিয়েছিলাম।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.