কলকাতা: নিজের নিউ টাউনের বাড়িতে আজ, শুক্রবার, ঘরোয়া পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ ও বিধায়ক দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার, যিনি একজন গৃহবধূ। তবে বিবাহবিচ্ছিন্না এবং এক পুত্রসন্তানের মা। পুত্র তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত।
বিজেপি করার সূত্রেই দিলীপ-রিঙ্কুর আলাপ। লোকসভা ভোটে হারার পর বিষণ্ণ দিলীপকে পাশে দাঁড়িয়ে সংসার গড়ার প্রস্তাব দেন রিঙ্কু। প্রথমে রাজি না-হলেও, পরে মায়ের অনুরোধে এবং সময়ের সঙ্গে নিজেও সম্পর্কের গুরুত্ব বুঝে রাজি হন দিলীপ।
‘পাকা কথা’ হয় গত ৩ এপ্রিল ইডেনে কেকেআরের খেলা দেখতে গিয়ে—একই বক্সে ছিলেন দিলীপ, রিঙ্কু ও রিঙ্কুর পরিবার। সেই থেকেই সম্পর্কের রঙ আরও গাঢ় হয়।
দিলীপ ঘোষ অবশ্য তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিয়ের প্রসঙ্গে বলেন, “বিয়ে কি অপরাধ?”—না বলেননি, আবার হ্যাঁ-ও বলেননি।
আজকের বিয়ের অনুষ্ঠানে কোনো আড়ম্বর নেই। আমন্ত্রিত খুব কম, শুধুই কাছের মানুষজন। দিলীপের মতোই রিঙ্কুও ব্যক্তিগত পরিসরেই বিশ্বাসী।