প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুর সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এক নতুন চর্চা। ১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জনসভায় আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। একাধিক কর্মসূচিতে উপেক্ষিত হওয়ার পর এই আমন্ত্রণ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
উল্লেখযোগ্য, আলিপুরদুয়ারের সভা বা নেতাজি ইন্ডোরে অমিত শাহর সভায় জায়গা পাননি দিলীপ। এমনকি দিল্লিতে গিয়েও এক সাক্ষাৎকারে দিলীপ আক্ষেপ করেছিলেন যে, দলীয় বৈঠকে তাঁর জন্য ‘চেয়ার’ পর্যন্ত বরাদ্দ হয়নি। সেই মন্তব্য ঘিরে বেশ বিতর্ক ছড়িয়েছিল। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল, সুকান্ত মজুমদারের সভাপতিত্বকালে কি তাহলে দিলীপকে যথাযথ সম্মান দেওয়া হয়নি?
এই প্রেক্ষিতেই রাজ্য বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শমীক ভট্টাচার্যের ভূমিকা নতুন করে নজর কাড়ছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দলীয় ঐক্যের বার্তা দিয়ে চলেছেন। সূত্রের খবর, দিলীপকে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তেও শমীকের ভূমিকাই প্রভাব ফেলেছে। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, দিলীপ ঘোষ দুর্গাপুরের সভায় যোগ দেবেন।
বৃহস্পতিবার সকালে দিল্লিতে সংসদের একটি কমিটির বৈঠকে শমীক ও দিলীপ দু’জনেই ছিলেন। যদিও তাঁরা মুখোমুখি হননি বলে জানা গিয়েছে। তবে উত্তরবঙ্গে আসন্ন কর্মসূচিগুলিতে দিলীপের ‘অগ্রণী ভূমিকা’ থাকবে বলে দলীয় সূত্রে ইঙ্গিত। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপকে ফের সক্রিয় রাজনীতির কেন্দ্রস্থলে ফিরিয়ে আনতে চাইছে রাজ্য বিজেপির নতুন নেতৃত্ব।