প্রথম পাতা খবর মমতার মুখের আদলে দুর্গা প্রতিমা তৈরি করা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

মমতার মুখের আদলে দুর্গা প্রতিমা তৈরি করা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

259 views
A+A-
Reset

ডেস্ক: মমতার মুখের আদলে দুর্গা প্রতিমা তৈরি করা নিয়ে সরব হয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারীর পর এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখেও সেই ‘দুর্গারূপী’ মমতাকে নিয়ে তীব্র কটাক্ষ। একদিকে দিলীপ ঘোষ যেমন মনে করালেন, ‘মূর্তির বিসর্জনও হয়’। একইসঙ্গে প্রশ্ন তুললেন, ‘দড়ি ধরে মারো টান হলে তখন কী হবে?’


আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে একাধিক বিষয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসা সহ একাধিক বিষয়ে সরব হয়েছেন তিনি। তবে দুর্গার আদলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করা নিয়ে দিলীপ ঘোষ বলেন, “অনেকে নিজের মূর্তি করেন। পুজো করান। বচ্চন সাহেবের মন্দির আছে। মমতারও মূর্তি হতে পারে। ক্লাবকে টাকা দিয়ে উনি করতে পারেন। কিন্তু দুর্গার জায়গায় যাওয়া উচিত নয়। মূর্তিরও তো বিসর্জন হয়। দড়ি ধরে কেউ টান না মারে।”

আরও পড়ুন: TET: প্রাথমিক বোর্ডের সভাপতিকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানার নির্দেশ হাইকোর্টের


বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজোয় এ বারের থিম ‘তুমিই ভরসা’। মূল মণ্ডপ তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতো করে। তবে এই পুজোর সবচেয়ে বড় চমক প্রতিমায়। কারণ, তার মুখমণ্ডল তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে। এই প্রতিমা নিয়ে রাজনীতির চাপানউতর শুরু বাংলায়।


বৃহস্পতিবার এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন অমিত মালব্য। তিই লেখেন, ‘এমন ঘটনা দেবী দুর্গাকে অপমান করার সমান। এটা বন্ধ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ ভাবে তিনি বাংলার হিন্দুদের অনুভূতিতে আঘাত করছেন।’ সোশ্যাল মিডিয়াতে মালব্যের করা টুইটকে রিটুইট করে শুভেন্দু লেখেন, ‘আপনার অহঙ্কার এমন জায়গায় পৌঁছেছে যে বিবেকও আর জবাবদিহি করতে পারবে না।’ 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.