টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ফুঁসছে একাধিক নদী। এরই মধ্যে ফের নতুন করে দুর্যোগের ভ্রুকুটি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার থেকে ফের সতর্কতা জারি হয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সপ্তাহজুড়ে প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আজ, মঙ্গলবারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির পরিমাণ হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে। বজ্রপাত ও সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।
বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। যেখানে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলাতে।
বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। এ ছাড়া দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর পরে শুক্রবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।