222
আজ সন্ধ্যায় ফুরফুরা শরিফ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। পাশাপাশি, পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গেও আলোচনা হতে পারে।
এর আগে, গত সপ্তাহে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তার ঠিক এক সপ্তাহ পর মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফর ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গেও কথা বলতে পারেন। বিধানসভা ভোটের আগে এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।