প্রথম পাতা খবর লোকসভা ভেঙে দিয়ে এসআইআর করুক, দিল্লি যাওয়ার পথে হুঁশিয়ারি অভিষেকের

লোকসভা ভেঙে দিয়ে এসআইআর করুক, দিল্লি যাওয়ার পথে হুঁশিয়ারি অভিষেকের

139 views
A+A-
Reset

দিল্লি রওনা দেওয়ার আগে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নয়াদিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠক হবে তৃণমূলের পার্টি অফিসে।

রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “এসআইআর করুক, আপত্তি নেই। কিন্তু আগে লোকসভা ভেঙে দিন। এই ভোটার লিস্টের ভিত্তিতেই দেশে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন। যদি এই তালিকা ভুল হয়, তবে প্রথমে তাঁদের পদত্যাগ করতে হবে। নতুন তালিকায় সারাদেশে নির্বাচন হোক।”

প্রসঙ্গত, সোমবার কমিশনের সদর দফতরে বিরোধী দলের মিছিল ঘিরে পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেন অভিষেক। তাঁর অভিযোগ, “মহিলা সাংসদদের উপর দিল্লি পুলিশ অত্যাচার চালিয়েছে। সাংসদদের আটক করে থানায় বসিয়ে রাখা হয়েছে। কমিশন বিজেপির ক্রীতদাস হয়ে গিয়েছে, নিরপেক্ষতার নামমাত্র চিহ্নও নেই।”

অভিষেকের মন্তব্যের জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “এসআইআর ভারতে নতুন কিছু নয়, বহুবার হয়েছে। ২০০২-০৩ সালে প্রায় ২০ লক্ষ নাম বাদ গিয়েছিল। তখনও সরকার চলেছে। স্বাধীনতার পরই আসলে এনআরসি রেজিস্টার তৈরি হওয়া উচিত ছিল, যা হয়নি। তাই সময়মতো এসআইআর জরুরি।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.