কলকাতা: সোমবার স্বাস্থ্যভবনে মুখ্যসচিব মনোজ পন্থের ডাকে বৈঠকে বসেন ১২টি চিকিৎসক সংগঠনের মোট প্রতিনিধিরা। সেখান স্বাস্থ্যের দুর্নীতির একাধিক ইস্যু তুলে ধরেন চিকিৎসকরা। বৈঠক থেকে বেরিয়ে হতাশা প্রকাশ করলেন সিনিয়র ডাক্তারেরা। তবে বৈঠকে সব কিছু নেতিবাচক হয়েছে, এমনটা মানতে নারাজ মুখ্যসচিব। তিনি জানান, জুনিয়র ডাক্তারদের ১০টি দাবির মধ্যে সাতটির বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে বাকি তিনটি দাবি কবে পূরণ হবে, সেই ‘টাইমলাইন’ বা সময়সীমা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
বৈঠকে স্বাস্থ্য সচিবের ইস্তফার প্রসঙ্গ তোলেন চিকিৎসক সংগঠনগুলির প্রতিনিধিরা। এর পাশাপাশি দক্ষিণ কলকাতার একটি পুজোমণ্ডপে ‘বিচার চাই’ স্লোগান দিয়ে গ্রেফতার হওয়া নয় আন্দোলনকারীর প্রসঙ্গও ওঠে। বৈঠকে সিনিয়র চিকিৎসকেরা শ্রীরামপুরের বিধায়ক তথা তৃণমূলের চিকিৎসক-নেতা সুদীপ্ত রায়কে রাজ্যের স্বাস্থ্য প্রশাসন থেকে অপসারণের দাবি তোলেন।
বৈঠক থেকে বেরিয়ে হতাশা প্রকাশ করেন সিনিয়র ডাক্তারেরা। তাঁদের বক্তব্য, জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি পূরণের বিষয়ে কোনও লিখিত প্রতিশ্রুতি দেয়নি সরকার। তাই সরকার স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর আর্জি জানালেও তা সম্ভব নয় বলেছেন সিনিয়র চিকিৎসকেরা।
তবে বৈঠক শেষে মুখ্যসচিব জানান, বৈঠকে যোগদানকারী সকলের বক্তব্য শুনেছে সরকার। সেগুলি নথিবদ্ধও করা হয়েছে। তাঁর কথায়, “১০টা দাবির মধ্যে সাতটি কাজ কিছুটা হয়েছে। কিছুটা চলছে। আমরা তার উপরে নজরদারি চালাচ্ছি। কী কী কাজ করা হয়েছে, আর কী কী বাকি রয়েছে, তা জানিয়ে আমরা স্টেটাস রিপোর্টও দিয়েছি।”