ছবি: রাজীব বসু
ভারতের নানা উৎসবের মধ্যে অন্যতম জনপ্রিয় দোল বা হোলি। প্রায় গোটা দেশজুড়ে এই উৎসব সাড়ম্বরে উদযাপিত হয়। উত্তর ভারতে একে হোলি বলা হলেও, অনেক জায়গায় হোরি নামেও পরিচিত। এটি বসন্ত, প্রেম এবং রঙের উৎসব হিসেবেও পরিচিত।
রঙের উৎসব দোল বা হোলি গোটা দেশকে রাঙিয়ে দিয়ে যায়। দুটো দিন জুড়েই চলতে থাকে আবির খেলা। পরিচিত ও প্রিয়জনদের রঙে রঙে রঙিন করে তোলা। বিদেশ থেকেও বহু পর্যটক হাজির হন ভারতের রং খেলা দেখতে, তাতে শামিল হতে। ভারতের প্রতিটি কোণা নিজের মত করে মেতে ওঠে রং খেলায়।
এ বছর দোলযাত্রা পড়েছে ১৪ মার্চ, যা বাংলা ক্যালেন্ডারে ২৯ ফাল্গুন। দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। সাধারণত হোলি দোলের পরের দিন পালিত হয়, তবে এবছর হোলি এবং দোল একই দিনে পড়েছে। ১৩ মার্চ সকাল ১০টা ২৪ মিনিট থেকে ১৪ মার্চ সকাল ১১টা ৩৫ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে।
রং খেলা নিয়ে যেমন আনন্দ, তেমনই থাকে কিছু উদ্বেগও। দোলের ছুটি তাই অন্য সব দিনের চেয়ে আলাদা হয়ে ওঠে। সব রকমের উদ্বেগ কাটিয়ে আজকের দিনটি সকলের জন্য রঙিন হয়ে উঠুক।