কলকাতা: প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হামলার সময় গুলিটি তাঁর ডান কানের উপরের অংশে লাগে, এতে তিনি আহত হন। পেনসিলভেনিয়ায় একটি সমাবেশে তিনি নিজের সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। এখন এ নিয়ে ইন্টারনেটে নতুন বিতর্ক শুরু হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে কোনো ঐশ্বরিক শক্তি ট্রাম্পকে রক্ষা করেছে এবং তাঁর জীবন বাঁচিয়েছে।
আসলে, সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ ম্যাট ওয়ালেসের একজন ব্যবহারকারী একটি ছবি শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে যে ট্রাম্পের কাছ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে একটি বুলেট চলে গেছে। ব্যবহারকারীর দাবি, “এর ঠিক আগে, ট্রাম্প মাথা ঘুরিয়েছিলেন, যা তাঁর জীবন বাঁচিয়েছিল।” এই বিতর্ক এখানেই থেমে থাকেনি। কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমন দাসও সেই এক্স ব্যবহারকারীর সঙ্গে একমত হয়েছেন এবং দাবি করেছেন যে ভগবান জগন্নাথ ট্রাম্পের জীবন বাঁচিয়ে তাঁর বহু বছরের পুরনো পুণ্যের প্রতিদান দিয়েছেন।
রাধারমণ দাস বলেছেন, ‘এটা অবশ্যই একটা ঐশ্বরিক শক্তি।’ তিনি আরও বলেন, ১৯৭৬ সালের জুলাই মাসে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসকন ভক্তদের রথযাত্রা আয়োজনে সহায়তা করেছিলেন, তিনি রথ নির্মাণের জন্য তাঁর ট্রেন ইয়ার্ড বিনামূল্যে তুলে দিয়েছিলেন। রথযাত্রা নিয়ে যখন বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছিলেন তখন ট্রাম্প এই সাহায্য করেছিলেন। তিনি আরও বলেন, আজ বিশ্ব আবার জগন্নাথ রথযাত্রা উৎসব উদযাপন করছে। নিজের বহু বছরের পুরনো পুণ্যের প্রতিদান পেয়েছেন ট্রাম্প।
জায়গা দেওয়ার জন্য কোনও টাকা-পয়সাও নেননি ট্রাম্প। আর তিনি সেইসময় যে কাজটা করেছিলেন, আজ তার প্রতিদান পেলেন বলে দাবি করেছেন কলকাতা ইসকনের ভাইস-প্রেসিডেন্ট এবং মুখপাত্র।
প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন আছে। তার আগে শনিবার (স্থানীয় সময় অনুযায়ী) পেনিসিলভানিয়াতে জনসভা ছিল ট্রাম্পের। সেখানে তিনি যখন কথা বলছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাঁর কানে গুলি লাগে। বরাতজোরে তাঁর মাথায় সেই গুলি লাগেনি।