আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে বুথ লেভেল অফিসার (BLO)-দের প্রাথমিক প্রশিক্ষণ শুরু হয়েছে। এরই মধ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে শুক্রবার তিনি স্পষ্ট বার্তা দেন, “ভোটার তালিকায় একজনও প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায়।”
নির্বাচন কমিশনের উদ্যোগে রাজ্যের একাধিক জেলা এবং কলকাতায় ইতিমধ্যেই প্রশিক্ষণ শিবির হয়েছে বিএলওদের নিয়ে। উত্তরবঙ্গেও শিবির করার প্রস্তুতি চলছে। এর আগেই দিল্লিতে এক দফা প্রশিক্ষণ হয়েছে কিছু আধিকারিকের জন্য। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্য সরকারকে না জানিয়েই এই প্রশিক্ষণ পর্ব হয়েছে। তাঁর বক্তব্য, “১০০০ জনকে দিল্লি নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অথচ আমাকে বা মুখ্যসচিবকে জানানো হয়নি। এটা কি ঠিক?”
বিএলওদের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা রাজ্য সরকারের কর্মচারী। ভোটের দিন ঘোষণার আগে প্রশাসনের দায়িত্ব সরকারের হাতে থাকে। কাজেই কোনও ভোটারকে অযথা হেনস্থা করবেন না। কারও নাম যেন তালিকা থেকে বাদ না পড়ে।” উদাহরণ দিয়ে তিনি বলেন, “ধরুন কেউ চার দিনের জন্য বাইরে গিয়েছে, তার নাম কাটা যাবে না।”
তিনি আরও জানান, বিহারের মতো বাংলাতেও ভোটার তালিকায় বিশেষ সমীক্ষা চালাতে পারে নির্বাচন কমিশন। যদিও কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবুও মুখ্যমন্ত্রীর পরামর্শ, জেলাশাসকদের ‘চোখ-কান খোলা’ রেখে সতর্ক থাকতে হবে। কারণ, অনেক ক্ষেত্রেই জেলা প্রশাসনের তরফে দায়িত্ব নিচের স্তরে ছেড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।
রবিবার কলকাতার নজরুল মঞ্চে বিএলওদের আরও একটি প্রশিক্ষণ শিবির হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। পরিস্থিতি বিবেচনা করে স্পষ্ট, ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেলেও প্রশাসনিক স্তরে এখনও সমন্বয় ও স্বচ্ছতা ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে।