প্রথম পাতা খবর ১১ ঘণ্টা পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়া পুরসভা এলাকায়

১১ ঘণ্টা পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়া পুরসভা এলাকায়

263 views
A+A-
Reset

ফের দীর্ঘক্ষণের জন্য জল পরিষেবা বন্ধ থাকছে হাওড়া পুর এলাকায়। হাওড়া পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টা থেকে ২৭ এপ্রিল রবিবার সকাল ৬টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা জল পরিষেবা বন্ধ থাকবে শহরের ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডে।

পুরসভার তরফে জানানো হয়েছে, ২২ নম্বর ওয়ার্ডের নটবর পাল রোড ও ইস্ট-ওয়েস্ট রোড, এবং ড্রেনেজ ক্যানেল রোড ও কামারডাঙা রোড সংযোগস্থলে পাইপলাইনের আন্তঃসংযোগের কাজের জন্যই এই সিদ্ধান্ত।

পুর আধিকারিকদের দাবি, সাময়িক সমস্যা হলেও কাজ শেষ হলে জলের সমস্যার স্থায়ী সমাধান হবে। তাই বাসিন্দাদের আগাম সতর্ক করে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.