ভারতের ১৫-তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সোমবার, সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ শপথগ্রহণ অনুষ্ঠান হল সংসদের সেন্ট্রাল হলে। সংবিধান অনুযায়ী তাঁকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমন। এরই সঙ্গে ভারতের ১৫তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। তিনি দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি এবং সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রথম আদিবাসী মহিলা। পাশাপাশি স্বাধীন ভারতে জন্ম নেওয়া প্রথম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী।
নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “আমিই প্রথম রাষ্ট্রপতি যিনি দেশ স্বাধীনতা লাভ করার পর জন্মগ্রহণ করেছি। ভারতকে স্বাধীন করতে দেশের নাগরিকদের সঙ্গে নিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যে লড়াই করেছিলেন, তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব আমাদের।”
সোমবার সকালে শপথগ্রহণের আগে নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুর্মু। শপথগ্রহণ অনুষ্ঠানের পর নতুন রাষ্ট্রপতির ভাষণের পরই সেন্ট্রাল হলের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হবে রাষ্ট্রপতি ভবনে। সেখানে তিন বাহিনীর প্রধান হিসেবে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ এদিন সকালেই দ্রৌপদীকে শুভেচ্ছা জানান। শপথের পরেও কোবিন্দের সঙ্গে সৌজন্য বিনিময় করবেন দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।
আরও পড়ুন :
বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য এ বছর বঙ্গভূষণ পুরস্কার পাচ্ছেন দেব ঋতুপর্ণা-সহ এক ঝাঁক তারকা
রুপো জিতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া