কলকাতা: দুয়ারে রেশন চলবে রাজ্যে। এই প্রকল্প নিয়ে আপাতত কোনো আইনি সমস্যা নেই। কলকাতা হাইকোর্টের রায়ে সোমবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের দুয়ারে দুয়ারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি অনুযায়ী সে বছর নভেম্বরে চালু হয় প্রকল্পটি।
কিন্তু প্রকল্পের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করে ডিলারদেরই একাংশ। রেশন ডিলারদের বক্তব্য ছিল, দুয়ারে রেশন প্রকল্প রাজ্য সরকার যে আইনের মাধ্যমে এনেছে, সেই ধরনের আইন প্রকৃতঅর্থে নেই। এর পাশাপাশি এই প্রকল্পের জন্য বাড়ি বাড়ি গিয়ে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য যে পরিমাণ অতিরিক্ত লোকবল এবং আর্থিক পরিকাঠামো প্রয়োজন, তাও পর্যাপ্ত নেই বলে দাবি ছিল রেশন ডিলারদের।
‘দুয়ারে রেশন’ প্রকল্প খাদ্যের অধিকার আইনের পরিপন্থী হওয়ায় তা বেআইনি বলে জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে। ফলে তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য। সেই মামলার প্রেক্ষিতেই এ দিন রাজ্যের পক্ষেই রায় দিয়েছে সর্বোচ্চ আদালত।
তবে এই প্রকল্প চালিয়ে যাওয়া নিয়ে আপাতত কোনো আইনি সমস্যা নেই বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এর পরই দ্রুততার সঙ্গে প্রকল্প রূপায়ণে কাজ শুরু করে দিয়েছে খাদ্য দফতর। জেলাশাসকদের উদ্দেশে দফতর জানিয়েছে, “সুপ্রিম কোর্টের দুয়ারে রেশন নিয়ে শুনানি হয়েছে। হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই দুয়ারে রেশন রাজ্যজুড়ে করতে আপাতত কোনো আইনি বাধা নেই”।