প্রথম পাতা খবর রাজ্যে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ শিবির, নতুন নির্দেশিকা নবান্নের

রাজ্যে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ শিবির, নতুন নির্দেশিকা নবান্নের

336 views
A+A-
Reset

আগামী ২৪ জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ শিবির। রাজ্য সরকারের ৩৭টি প্রকল্প এবং পরিষেবা পাওয়ার জন্য এই শিবিরগুলিতে আবেদন করা যাবে। শনিবার নবান্ন এই শিবির পরিচালনার জন্য কিছু নতুন নির্দেশিকা (এসওপি) জারি করেছে।

নবান্ন জানিয়েছে, এবার থেকে আগের মতো একগুচ্ছ আবেদন গ্রহণ করা হবে না। শিবিরগুলি যেন উৎসবের আবহে আয়োজন করা হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিবির পরিচালনার জন্য মোট ১১টি নির্দেশ জারি করা হয়েছে।

এটি রাজ্যে নবম ‘দুয়ারে সরকার’ শিবির। সেখানে ১৮টি দফতরের ৩৭টি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে। শুক্রবার জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ সুবিধা-অসুবিধার বিষয়ে আলোচনা করেন। এরপরই শনিবার কলকাতা পুর কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসকদের কাছে নতুন নির্দেশ পাঠানো হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.