দুর্গাপুজোর আগেই ‘দুয়ারে সরকার’, আসছে ‘খেলা হবে’ প্রকল্প!

কলকাতা: এ বার দুর্গাপুজোর আগেই আসছে ‘দুয়ারে সরকার’। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর মাসে এর প্রধান আকর্ষণ হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রকল্প— ‘খেলা হবে’।

সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দুর্গাপুজোর আগে বিভিন্ন প্রকল্পের সুবিধা নিশ্চিত করবে রাজ্য সরকার। সেই মতোই পরবর্তী দুয়ারে সরকার শিবির আয়োজনের রূপরেখা তৈরি হচ্ছে বলেও খবর। সেখানে নতুন সংযোজিত প্রকল্পের তালিকাতেই থাকতে পারে ১০০ দিনের জব কার্ডধারীদের জন্য ‘খেলা হবে’ প্রকল্প।

গত শুক্রবার, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ‘খেলা হবে’ প্রকল্পের ঘোষণা করেছেন মমতা। জানিয়েছেন, নতুন এই প্রকল্পে রাজ্যের কোষাগার থেকে টাকা খরচ করে ১০০ দিনের কাজের জব কার্ডধারীদের কাজ দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “কেন্দ্রের ভরসায় থেকে লাভ নেই। কেন্দ্র টাকা না দিলে আমরা বাংলার টাকায় নিজেদের ১০০ দিনের প্রকল্প শুরু করল বলে ভেবেছি। ১০০ দিন না হোক ৪০-৪৫ দিন কাজ তো দিতেই পারব।” জবহোল্ডার কার্ড রয়েছে এমন মানুষের জন্য তৈরি ১০০ দিনের কাজের প্রকল্পের নাম নেত্রী রেখেছেন ‘খেলা হবে’। মনে করা হচ্ছে আগামী দুয়ারে সরকার শিবিরে মিলবে এই প্রকল্পের সুবিধা।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?