প্রথম পাতা খবর আজ বিজয়া দশমী, আবারও এক বছরের প্রতীক্ষা

আজ বিজয়া দশমী, আবারও এক বছরের প্রতীক্ষা

610 views
A+A-
Reset

কলকাতা: আজ, মঙ্গলবার বিজয়া দশমী। উমাকে বিদায় জানিয়ে আবার এক বছরের প্রতীক্ষা। আবার কবে মা আসবেন সেই দিকে অধীর আগ্রহে তাকিয়ে ক্যালেন্ডারের ইতিউতি চোখ ঘোরানো। উমার কৈলাসে ফেরার আগে সিঁদুর খেলায় মাতবেন মহিলারা।

দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। তবে বিজয়া দশমীর দিন চারিদিকে বাজে বিষাদের সুর। কারণ উমার কৈলাসে ফিরে যাওয়ার পালা। বিসর্জনের দিন সকালে হবে দশমীর বিহিত পূজা। পূজা শেষে দর্পণ ও বিসর্জন। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন।

বিজয় দশমী ২০২৩-র নির্ঘণ্ট

৬ কার্তিক ইং ২৪ অক্টোবর বুধবার- বিজয় দশমী

পূর্বাহ্ণ ঘ ৯।২৮। বিজয়া দশমী দিবা ঘ ১২। ৪২ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে চরলগ্নে ও চরণেবাংশে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৬ মধ্যে পুনঃ দিবা ঘ ৮.৩২ গতে পূর্বাহ্ণ মধ্যে)

শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পুজো সমাপনাস্তে বিসর্জন প্রশস্তা (অত্রকৃত্যে বারবেলানুরোধে নিরবকাশে ন বহু সম্মতঃ)।

প্রশাসনের প্রস্তুতি

উল্লেখ্য, এ দিন বনেদি বাড়ি থেকে বারোয়ারি পুজোর প্রতিমা, দিনভর গঙ্গায় বিসর্জন হবে। সোমবার রাত থেকেই ঘাটগুলিতে তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ।

খিদিরপুরের দহিঘাট, বাবুঘাট, আহিরীটোলা ঘাট, কুমোরটুলি, বাজাকদমতলা ঘাটে বেশি প্রস্তুতি রাখা হবে। ক্রেন, লাইফবোট, পর্যাপ্ত আলো, বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা রাখা হবে। প্রতিমা নিরঞ্জনের সময় গঙ্গায় নিরাপত্তা আরও বাড়ানো হবে। কলকাতা পুলিশের ৫০টি লাইফবোট এ বার গঙ্গায় নামানো হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.