প্রথম পাতা খবর পুজোয় রেকর্ড বাণিজ্য বৃদ্ধি, রাজ্যে ৪৬–৫০ হাজার কোটি টাকার লেনদেন

পুজোয় রেকর্ড বাণিজ্য বৃদ্ধি, রাজ্যে ৪৬–৫০ হাজার কোটি টাকার লেনদেন

35 views
A+A-
Reset

কলকাতা: বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুধু আবেগ নয়, রাজ্যের অর্থনীতিরও বড় ভরসা। ২০২৫ সালের হিসেব অনুযায়ী এবারের পুজোয় বাণিজ্যে রেকর্ড বৃদ্ধি হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে দাবি করা হয়েছে, গত বছরের তুলনায় এ বছর বাণিজ্যে ১০–১৫ শতাংশ বৃদ্ধি ঘটেছে। সব মিলিয়ে প্রায় ৪৬ হাজার থেকে ৫০ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে।

কেন এই বিপুল বৃদ্ধি?

বিশেষজ্ঞদের মতে, এবারের এই বৃদ্ধির মূল কারণ—

  • কর্পোরেট স্পনসরশিপ বৃদ্ধি
  • শপিং মলে ব্যাপক মানুষের সমাগম
  • ভোগ্যপণ্যে বেশি খরচ
  • মানুষের ইতিবাচক মানসিকতা

সরকারের প্রতিক্রিয়া

রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, “এবার পুজোর অর্থনীতি নিশ্চিতভাবেই আরও শক্তিশালী আকার ধারণ করেছে। তবে এখনই নির্দিষ্ট কোনও অঙ্ক বলা কঠিন। সমস্ত দপ্তর খুললে সঠিক তথ্য জানা যাবে। অন্তত ১৫ শতাংশ বৃদ্ধির আশা করছি।”

বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “এবার বিদ্যুতের চাহিদা সম্ভবত ১২ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে। গত বছর যা ছিল ৯৯১২ মেগাওয়াট। ফলে বিদ্যুতের খাতেও লভ্যাংশ অনেকটাই বাড়বে।”

বিশেষজ্ঞদের অভিমত

অর্থনীতিবিদদের মতে, ২০২৪ সালে যেখানে দুর্গাপুজোয় মোট বাণিজ্য হয়েছিল প্রায় ৪২ হাজার কোটি টাকা, সেখানে এ বছর তা বেড়ে ৪৬–৫০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। যদিও এবারের পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি ছিল, কিন্তু আবহাওয়ার বাধা সেভাবে মানুষের উদ্দীপনাকে আটকাতে পারেনি। বরং, যত বেশি মানুষ রাস্তায় বেরিয়েছেন, ততই বাণিজ্যের গ্রাফ লাফিয়ে উঠেছে।

দুর্গাপুজো শুধু উৎসব নয়, বাংলার অর্থনীতির অন্যতম ইঞ্জিন হয়ে উঠছে। কর্পোরেট স্পনসরশিপ থেকে বিদ্যুতের খরচ—প্রায় সব খাতেই রেকর্ড বৃদ্ধি দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধারা বজায় থাকলে আগামী বছর আরও বড় অঙ্কের বাণিজ্য হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.