প্রথম পাতা খবর দুর্গাপুজো কমিটিকে অনুদান মিলবে খরচের হিসাব দিলেই, জানাল কলকাতা হাই কোর্ট

দুর্গাপুজো কমিটিকে অনুদান মিলবে খরচের হিসাব দিলেই, জানাল কলকাতা হাই কোর্ট

91 views
A+A-
Reset

দুর্গাপুজো কমিটিকে সরকারি অনুদান নিয়ে চলা বিতর্কে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। স্পষ্ট জানিয়ে দিল, যে সব পুজো কমিটি খরচের হিসাব জমা দেয়নি, তারা অনুদান পাবে না। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতের পূর্ব নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ে যারা ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ জমা দিয়েছে, কেবল তারাই অনুদান পাবে।

বুধবার রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে রিপোর্ট জমা দিয়ে জানান, অনুদানের টাকা পুলিশ মারফত পুজো কমিটিগুলির কাছে পৌঁছে যায়। ৪১,৭৯৯টি ক্লাবের মধ্যে মাত্র তিনটি শিলিগুড়ির ক্লাব খরচের হিসাব দেয়নি। এ প্রসঙ্গে বিচারপতি পালের রসিক মন্তব্য—“সংখ্যাটা এত কম যে মাইক্রোস্কোপ লাগবে।”

তবে মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য পাল্টা যুক্তি দেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে বহু কমিটি হিসাব জমা দেয়নি। কলকাতা পুলিশের কাছ থেকে তথ্য না-পাওয়া সত্ত্বেও আদালতের নির্দেশের পরেই রাজ্য নতুন তথ্য সামনে আনছে বলেও অভিযোগ তাঁর। যদিও এজি কিশোর দত্ত দাবি করেন, আদালতের নির্দেশ মেনেই কাজ হচ্ছে এবং ২০২৪ সালে কলকাতার ২,৮৭৬টি ক্লাব সার্টিফিকেট দেওয়ার পরই অনুদান পেয়েছে।

আদালত এদিন জানায়, সংখ্যার বিচার নয়, বরং নীতিগতভাবে আদালতের পূর্ব নির্দেশ মেনে চলা জরুরি। ফলে, যে সব ক্লাব অতীতে অনুদানের টাকার খরচের হিসাব দেয়নি, তারা এবার আর অনুদান পাবে না।

প্রসঙ্গত, সরকারি অর্থের অপব্যবহার হচ্ছে অভিযোগ তুলে দুর্গাপুজো কমিটিকে অনুদান দেওয়ার বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। মামলাকারী পক্ষের বক্তব্য, জনগণের টাকা পুজোর নামে বিলিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে, রাজ্যের যুক্তি—‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অভিযানের প্রচার এবং কোভিড-১৯ পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধির জন্যই অনুদান দেওয়া হয়েছে।

এখন আদালতের নির্দেশ কার্যকর হলে, খরচের হিসাব না-দেওয়া কমিটিগুলিকে অনুদান থেকে বঞ্চিত হতে হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.