কলকাতা: সপ্তমী থেকেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা রাজ্যে। নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ পুজোর সময় বৃষ্টিতে ভাসতে পারে বলে শুনিয়ে রেখেছে আবহাওয়া দফতর। তাই কোনো রকমের ঝুঁকি নিতে চান না অনেকেই। হাতে সময় থাকতেই বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে।
পঞ্চমীর সকাল থেকেই উত্তর থেকে দক্ষিণ, পুজোর ঠাকুর দেখার সেই চেনা ছবি। বিভিন্ন পুজোমণ্ডপে রীতিমতো প্রতিমা দর্শনের লাইন পড়ে গিয়েছে। সন্ধ্যা গড়াতেই আলোর খেলায় মাততে রাস্তায় মানুষের ঢল। উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার হোক বা দক্ষিণের দেশপ্রিয় পার্ক, মণ্ডপের সামনে ভিড় জমাতে দেখা যায় দর্শনার্থীদের।
এমনিতে গত দু’বছর করোনা মহামারির কারণে জারি ছিল বিভিন্ন ধরনের বিধিনিষেধ। প্রাণ খুলে আনন্দে মাততে পারেনি বাংলা। এ বার সবেরই বালাই নেই। কিন্তু বাধ সাধছে দুর্যোগের পূর্বাভাস। তাই আবহাওয়া খারাপ হওয়ার আশঙ্কা করে আগেভাগেই ঠাকুর দেখে নিতে চাইছেন অনেকে।
উল্লেখ্য, আবহাওয়া দফতরের পূর্বাভাস, কথায় সপ্তমী থেকে দশমী রোজই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে রেহাই নেই পঞ্চমী-ষষ্ঠীতেও। দু’দিনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: পুজোয় ‘অসুর’ বৃষ্টি! সপ্তমী-অষ্টমী-নবমীতে দুর্যোগের পূর্বাভাস