দুর্গোৎসবের দিন যত এগিয়ে আসছে, দক্ষিণবঙ্গের আকাশে ততই বাড়ছে বৃষ্টির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ষষ্ঠীর আগেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বাংলাদেশের আকাশে ঘন মেঘ জমেছে।
হাওয়া অফিস জানিয়েছে, তৃতীয়া থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় প্রায় ৪৫ কিমি বা তারও বেশি বেগে হাওয়া বইতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারী বৃষ্টির পূর্বাভাস
সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে—
- দক্ষিণ ২৪ পরগনা
- পূর্ব মেদিনীপুর
- পশ্চিম মেদিনীপুর
- ঝাড়গ্রাম
কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে অন্তত বৃহস্পতিবার পর্যন্ত। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে হালকা বৃষ্টি
উত্তরবঙ্গে এর বিপরীত ছবি। সেখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমছে। দু’-একটি এলাকায় হালকা বৃষ্টি হলেও, সোমবার থেকে উত্তরবঙ্গের আর কোনও জেলায় বড় ধরনের আবহাওয়া সতর্কতা জারি নেই।উৎসবের মরসুমে আবহাওয়ার এই ওঠানামায় সাধারণ মানুষ যেমন সতর্ক থাকবেন, তেমনই পর্যটকদেরও বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
