কলকাতা: ষষ্ঠীর বিকেলেও বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পুজোতেও নিম্নচাপের ফাঁড়া। অসুর নিম্নচাপে পুজোর দিনগুলোতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তমী থেকে রাজ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বাদ পড়ছে না শনিবার, ষষ্ঠীর দিনেও। এ দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ঝড়বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকতেও বলা হয়েছে।
এ দিন সকাল থেকে রোদ ঝলমলে থাকলেও বেলার সঙ্গেই আকাশের মুখভার। কলকাতায় মেঘলা আকাশের পাশাপাশি গরমও রয়েছে যথেষ্ট। এ দিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন: আজ ষষ্ঠী, বোধন-সহ দুর্গাপুজোর মহাআচার