প্রথম পাতা খবর সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা–দক্ষিণবঙ্গ; কেন্দ্র বাংলাদেশের নরসিংদী, তীব্রতা ৫.৫

সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা–দক্ষিণবঙ্গ; কেন্দ্র বাংলাদেশের নরসিংদী, তীব্রতা ৫.৫

84 views
A+A-
Reset

সাতসকালে আচমকাই কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার সকাল ১০টা ৮ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়, যা চলতে থাকে কয়েক সেকেন্ড। হঠাৎ কম্পনে আতঙ্কে বহু মানুষ ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

কোথায় কোথায় টের পাওয়া গিয়েছে কম্পন?

কলকাতা ছাড়াও হুগলি, নদিয়া, মুর্শিদাবাদসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। বাংলাদেশেও বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শহরের বহু বাসিন্দা জানিয়েছেন, সকাল ১০টা ১০ মিনিট নাগাদ স্পষ্ট কম্পন অনুভব করেছেন। অনেকেই ঘরের আসবাব নড়তে দেখেন।

ভূমিকম্পের কেন্দ্র কোথায়?

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের সূত্রস্থল বাংলাদেশে নরসিংদী, ঢাকা থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের মাত্রা ৫.৫ বলে জানিয়েছে সংশ্লিষ্ট ভূকম্পবিদ্যা দফতর।

ক্ষয়ক্ষতি হয়েছে কি?

এখনও পর্যন্ত কলকাতা বা দক্ষিণবঙ্গের কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবুও কম্পনের তীব্রতা মাঝারি হওয়ায় প্রশাসন সতর্ক রয়েছে।

আতঙ্ক ও সতর্কতা

হঠাৎ কম্পনে শহর–মফস্বলের বহু মানুষই আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন। ভবনের ভিতরে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই কম্পনের সময় জিনিসপত্র নড়তে দেখেছেন। বিশেষজ্ঞরা বলছেন, আফটারশক হওয়ার সম্ভাবনা থাকায় আপাতত সতর্ক থাকা উচিত।

ভূমিকম্পের তীব্রতা মাঝারি হলেও বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হওয়ায় বিষয়টি নিয়ে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর নজর রাখছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.