২০২৫ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে মহাকুম্ভ মেলা। প্রতি ১২ বছর অন্তর অনুষ্ঠিত এই মহা আয়োজন উপলক্ষে লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের সুবিধার্থে ৪২টি স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
এই স্পেশাল ট্রেনগুলি হাওড়া-তুনডলা, হাওড়া-ভিন্ড এবং মালদহ টাউন-প্রয়াগরাজ রুটে চলবে। এর মাধ্যমে প্রায় ৭৭,৫০০টি অতিরিক্ত বার্থের ব্যবস্থা করা সম্ভব হবে।
মালদহ টাউন–প্রয়াগরাজ রামবাগ কুম্ভমেলা স্পেশাল ট্রেন মালদহ টাউন থেকে ২ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ও শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে ছাড়বে। প্রয়াগরাজ থেকে ২ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি প্রতি শুক্রবার ও শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছাড়বে। ট্রেনটি নিউ ফরাক্কা, সাহিবগঞ্জ, ভাগলপুর সহ বিভিন্ন স্টেশনে দাঁড়াবে।
হাওড়া–তুনডলা কুম্ভমেলা স্পেশাল ট্রেন হাওড়া থেকে ১ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি বিভিন্ন দিনে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ছাড়বে। তুন্দলা থেকে ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি বিভিন্ন দিনে সকাল ১১টা ২০ মিনিটে ছাড়বে। ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সহ বিভিন্ন স্টেশনে দাঁড়াবে।
হাওড়া–ভিন্ড কুম্ভমেলা স্পেশাল ট্রেন হাওড়া থেকে ১ জানুয়ারি, ১৮ জানুয়ারি এবং ২৬ জানুয়ারি রাত ১২টা ৩০ মিনিটে ছাড়বে। ভিন্ড থেকে ২ জানুয়ারি, ১৯ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি দুপুর ৩টে ৩০ মিনিটে ছাড়বে। ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সহ বিভিন্ন স্টেশনে দাঁড়াবে। এই সমস্ত স্পেশাল ট্রেনের টিকিট ১৬ ডিসেম্বর, সোমবার থেকে বুকিং করা যাবে।