প্রথম পাতা খবর বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন

70 views
A+A-
Reset

বঙ্গে মাত্র কয়েক মাস পরই শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই তৃণমূল স্তরে সংগঠন মজবুত করতে নেমে পড়েছে, চলছে ভোট–সমীকরণের অঙ্ক কষাকষি। এদিকে ভোটের আগে রাজ্যেও প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, চলতি এসআইআর (Special Intensive Revision) পর্বেই ইভিএম-এর প্রথম দফার চেকিং ও প্রশিক্ষণ শুরু হবে। অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের কাজ চলার সঙ্গেই ভোট প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপও এগোতে চলেছে।

আজ, শুক্রবার রাজ্যের সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে একটি বিশেষ কর্মসূচি আয়োজন করেছে জাতীয় নির্বাচন কমিশন। সকাল ১০টা থেকেই শুরু হয়েছে এই বৈঠক। কমিশনের ইভিএম বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন এই আলোচনায়। পাশাপাশি থাকছেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনারও। ইভিএম পরিচালনা, চেকিং, প্রশিক্ষণের সূচি—সবটাই এই বৈঠকে বিস্তারিত আলোচিত হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে।

এছাড়াও রাজ্যে চলতে থাকা এসআইআর পর্ব নিয়েও আলোচনা হতে পারে বলে অনুমান। বিভিন্ন জেলায় ফর্ম ডিজিটাইজেশন, বিএলওদের কাজের অগ্রগতি, আপলোড–সংক্রান্ত সমস্যাগুলি—সব দিকেই কমিশন নজর দিচ্ছে। আর রাজনৈতিক মহলের মতে, কমিশনের এই সক্রিয়তা থেকেই স্পষ্ট— বঙ্গ ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.