নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে তলব করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৫টায় দিল্লিতে কমিশনের দফতরে হাজির হতে বলা হয়েছে তাঁকে। অভিযোগ, ভোটার তালিকায় অস্তিত্বহীন নাম যুক্ত করার ঘটনায় যুক্ত চার অফিসারকে সাসপেন্ড না করে রাজ্য শুধুমাত্র একজন এইআরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়েছে।
কমিশনের তদন্তে বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, ওই কেন্দ্রের এইআরও তথাগত মণ্ডল, ময়নার ইআরও বিপ্লব সরকার, ওই কেন্দ্রের এইআরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের নাম ওঠে। কমিশন চার অফিসারকে সাসপেন্ড ও অপারেটরের বিরুদ্ধে এফআইআরের সুপারিশ করেছিল। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েও পূর্ণ পদক্ষেপ না করায় মুখ্যসচিবকে তলব করা হয়েছে।
রাজ্যের দাবি, সুদীপ্ত দাস ও সুরজিৎ হালদারকে দায়িত্ব থেকে সরানো হয়েছে, বাকি তিনজনের বিরুদ্ধে তদন্ত ছাড়া ব্যবস্থা নিলে প্রশাসনের অন্যদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে।