কলকাতা: শুক্রবার ভোর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তল্লাশি চালাল সুজিত বসু ও তাপস রায়ের বাড়িতে। প্রায় ১২ ঘণ্টা ধরে বরানগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। অন্য দিকে, প্রায় ১৪ ঘণ্টা পর রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে শেষ হল ইডি তল্লাশি।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল সাড়ে ৬টার কিছু ক্ষণ পর তাপসের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে ঢুকেছিল ইডির দল। সন্ধ্যা ৬টা ২০ নাগাদ তাঁরা তাপসের বাড়ি থেকে তাঁরা বেরিয়ে যান। বাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর তাপস বলেন, ‘‘ইডি যে কারণে আসে, সেই কারণেই এসেছিল। আমি রাজনীতিতে না থাকলে হয়তো এ ভাবে আসত না।’’ জানা যায়, তাপসের একটি মোবাইল ফোন এবং কিছু কাগজপত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন এ বিষয়ে তিনি বলেন, ‘‘জনপ্রতিনিধি হিসেবে আমাকে অনেকেই অনেক কিছু অনুরোধ করেন। সেই সব কাগজই নিয়ে গিয়েছেন।’’
অন্য দিকে, বাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর সুজিত বসু এদিন জানান, “আমার ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আমি এমারজেন্সি বিভাগের মন্ত্রী হলেও ফোন নিয়ে নেওয়া হয়। আমি যে ঘটনার সঙ্গে যুক্ত না, সেই ঘটনায় আদালতের নির্দেশে একটা তদন্ত হচ্ছে। আর্থিক তছরুপের সঙ্গে না কি আমার যোগ আছে। যদি কোনও দুর্নীতি প্রমাণিত হয়, সেদিন মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ করব। ৪৫ বছর ধরে রাজনীতি করছি।”