প্রথম পাতা খবর কয়লা ব্যবসায়ীদের বাড়ি–অফিসে ইডির তল্লাশি, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সহ ২ রাজ্যে অভিযান

কয়লা ব্যবসায়ীদের বাড়ি–অফিসে ইডির তল্লাশি, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সহ ২ রাজ্যে অভিযান

24 views
A+A-
Reset

কয়লা দুর্নীতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ফের সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার সকাল থেকে ঝাড়খণ্ডের ধানবাদ এবং পশ্চিমবঙ্গের আসানসোল, পুরুলিয়া ও কলকাতায় অন্তত ১৬টি ঠিকানায় তল্লাশি শুরু করেছে ইডি। তদন্তের স্বার্থে অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও অংশ নিয়েছেন বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে ইডি সূত্রে খবর, তল্লাশি চলছে কয়লা ব্যবসায়ী লালবাবু সিংহ এবং তাঁর ভাই কুম্ভনাথ সিংহের বাড়ি ও অফিসে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিসিসিএল-এর একাধিক খনি থেকে কয়লা উত্তোলনের ঠিকাদার সংস্থা রয়েছে লালবাবুদের নামে। সেই খনি থেকে কয়লা রফতানি, পরিবহন এবং আর্থিক লেনদেন নিয়ে একাধিক অসঙ্গতি ও দুর্নীতির অভিযোগই তদন্তের মূল কেন্দ্রবিন্দু।

সূত্রের দাবি, সল্টলেক ও বাইপাস লাগোয়া একটি আবাসনেও শুক্রবার সকাল থেকেই তল্লাশি চলছে। তবে ওই ঠিকানায় কারা থাকেন বা সেই বাসিন্দাদের সঙ্গে এই মামলার যোগ কী, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, প্রায় এক দশক আগে বিসিসিএল-এর টেন্ডার অনিয়মের অভিযোগে লালবাবু সিংহের বাড়ি ও অফিসে সিবিআই তল্লাশি চালিয়েছিল। তখন কেন্দ্রীয় তদন্তকারীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন পর ফের লালবাবুর বিরুদ্ধে তদন্তে নেমেছে আর এক কেন্দ্রীয় এজেন্সি— ইডি।

ইডির তল্লাশি কতদূর এগোয়, এবং নতুন কি তথ্য উঠে আসে, সে দিকেই এখন নজর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.