সাধনা দাস বসু: বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে মঙ্গলবার পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা ও সংলগ্ন আটটা জায়গা সহ রাজ্যের মোট বারোটা জায়গায় তল্লাশি চলেছে। তল্লাশি চলছে ঝাড়খন্ডেও।
মঙ্গলবার সকাল থেকেই উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্ৰাম, ব্যারাকপুর, বনগাঁ, বিরাটি, ঘোলাতে ইডি তল্লাশি চালাচ্ছে।
মধ্যমগ্ৰামে পিঙ্কি বসু নামে এক মহিলার বাড়িতে সকাল থেকে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত তিনমাসে সাতবার বাড়ি পাল্টেছেন এই মহিলা। প্রাথমিকভাবে জানা গেছে, কাজের টোপ দিয়ে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন মহিলাকে চোরাপথে এ দেশে নিয়ে আসে পিঙ্কি ও তাঁর স্বামী অভিজিৎ বসু। কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে এলেও পরে বাংলাদেশের সেই সব মহিলাকে দেহ ব্যবসার কাজে যুক্ত করা হয়। সেই মহিলাদের কয়েকজন পালিয়ে গিয়ে ঝাড়খণ্ডের একটা থানায় অভিযোগ জানায়। সেই অভিযোগের প্রেক্ষিতে ইডির এই অভিযান।
ইডির তদন্তে উঠে আসে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের পাশাপাশি মোটা অংকের টাকার লেনদেনের বিষয়। পরে সেই কালো টাকা হাওয়ালার মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সাদা করার চেষ্টা হয়েছে বলে তদন্তকারীদের সন্দেহ।
ব্যারাকপুরে রনি মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালায় ইডি। রনি মন্ডল ব্যারাকপুর পৌরসভার ঠিকাদার।
এছাড়া পেট্রোপোল সীমাস্তে মুদ্রা বিনিময় সংস্হার অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।