আগামী বুধবার (১৩ সেপ্টেম্বর) ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির। রবিবার অভিষেক নিজেই তাঁর এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে এ খবর জানিয়েছেন। ওই দিনই দিল্লিতে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। যে কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
রবিবার রাতে অভিষেক লিখেছেন, ‘‘ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর দিল্লিতে, যে কমিটির আমিও একজন সদস্য। কিন্তু ইডি ওই দিনই আমাকে হাজিরা দেওয়ার জন্য নোটিস দিয়েছে! এই মাত্র সেই নোটিস পেলাম। ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত না হয়ে পারছি না।’’
অভিষেককে তলব করা নিয়ে ইতিমধ্য়েই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। তবে অত্যন্ত কড়া ভাষায় কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন অভিষেক। কারণ ৫৬ ইঞ্চি শব্দের মাধ্য়মে কার্যত মোদীর কথাই উল্লেখ করা হয়। তবে অভিষেক সরাসরি মোদীর নাম উল্লেখ করেননি। এবার প্রশ্ন অভিষেক কি আদৌ এই তলবে সাড়া দেবেন?