বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে এলেন চাকরিহারারা। বৈঠকে মূলত দু’টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা—যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা এবং ওএমআর উত্তরপত্রের ‘মিরর ইমেজ’ প্রকাশ।
চাকরিহারাদের ১৩ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন বৈঠকে। প্রথমে ১২ জনের অনুমতি থাকলেও পরে আরও একজন যোগ দেন আলোচনায়। বিকাশ ভবনের ছ’তলায় এই বৈঠকে রাজ্যের শিক্ষা দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
চাকরিহারাদের দাবি, সুপ্রিম কোর্টের রায়ের পর যেভাবে পরিস্থিতি জটিল হয়েছে, তা কাটিয়ে ওঠার জন্য উত্তরপত্রের ‘মিরর ইমেজ’ প্রকাশ জরুরি। সেই বিষয়েও আশ্বাস মিলেছে।
তবে আশ্বাসেই সন্তুষ্ট নন চাকরিহারারা। বৈঠক শেষে তাঁরা জানান, ২১ এপ্রিলের মধ্যে তালিকা প্রকাশের প্রতিশ্রুতি মিললেও দাবি পূরণ না-হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এখনই শান্ত হওয়ার প্রশ্ন নেই।