প্রথম পাতা খবর চাকরিহারাদের নিয়ে আবারও সরকারের অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

চাকরিহারাদের নিয়ে আবারও সরকারের অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

231 views
A+A-
Reset

চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের সঙ্গে শুক্রবার আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকের পর সরকারের তরফে অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠকে উপস্থিত ছিলেন এসএসসির চেয়ারম্যানও। বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ ও ওএমআরের মিরর ইমেজ সামনে আনার দাবি।

শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী আগেই প্রতিশ্রুতি দিয়েছেন যে সুপ্রিম কোর্টের রায় পরবর্তী সময়ে যোগ্য-বঞ্চিতদের আইনি সহায়তা দেওয়া হবে। সেই ঘোষণা অনুসারেই আজকের বৈঠক।”

তিনি আরও জানান, চাকরিহারাদের প্রধান দাবি দুটি— ১) যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ, ২) ওই তালিকা এসএসসির ওয়েবসাইটে আপলোড করা।

এই দুই দাবির বিষয়ে সরকার বা এসএসসির কোনও আপত্তি নেই বলেই জানিয়েছেন তিনি। সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এসএসসির কাছে তালিকা রয়েছে বলেও জানান। তবে সবকিছুই আইনি পরামর্শ সাপেক্ষ।

তালিকা প্রকাশে দেরি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বিরোধীদের দায়ী করে বলেন, “এসএসসি তো তথ্য দিয়েছে। এটা বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ। মিডিয়াকে অনুরোধ করব এই ফাঁদে পা না দিতে।”

তিনি জানান, মিরর ইমেজ প্রকাশের বিষয়েও আইনগত মতামত নেওয়ার পর পদক্ষেপ করা হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.