359
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে পড়ার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিরাপত্তা বাড়ানো হল। আগে তিনি ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, এবার তা বাড়িয়ে ‘জেড’ ক্যাটাগরির করা হয়েছে।
গত শনিবার ওয়েবকুপার একটি বৈঠকে যোগ দিতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রীকে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত ছাত্রদের বিক্ষোভ চরম আকার নেয়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন শিক্ষামন্ত্রীর গাড়ির ‘লুকিং গ্লাস’ ভেঙে দেওয়া হয়, এমনকি ইটও ছোড়া হয়। এই পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পরই তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন।